BANGLADESH- Our Pride

genuinemails.com

Today's Live Match

Watch Live Cricket Here

Buzz Our DHAKA City

Dhaka.vi Videos - Tour Videos
Buzz your city.
You want the world to discover your city? The more your city has videos, the more it is suggested to users.

রবিবার, ১ জানুয়ারী, ২০১২



        H  A P  P  Y      
                           N   E  W       Y   E  A  R                        
                                               2   0  1  2


মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১১

Top 10 Trailler of 2011.



1
Last Week
1

Twilight Saga: Breaking Dawn - Part 1

True Reach™: 12,465,401
2
Last Week
4

Immortals

True Reach™: 1,973,887
3
New

Jack and Jill

True Reach™: 1,446,427
4
Back on Chart

Arthur Christmas

True Reach™: 1,095,575
5
New

11-11-11

True Reach™: 999,534
6
Last Week
9

Tower Heist

True Reach™: 898,451
7
Last Week
8

Mission Impossible - Ghost Protocol

True Reach™: 730,850
8
Last Week
7

The Adventures of Tintin: Secret of the Unicorn

True Reach™: 696,027
9
Last Week
10

Happy Feet Two

True Reach™: 661,095
10
New

A Very Harold & Kumar 3D Christmas

True Reach™: 579,315

সোমবার, ২৭ ডিসেম্বর, ২০১০


বুধবার, ২৭ অক্টোবর, ২০১০

অর্ডার দিন ২৫০০০+ বই ........ A Project-Gutenberg

ইংরেজী ক্লাসিক বই পড়তে ভালবাসেন যারা তাদের জন্য Project Gutenberg (প্রোজেক্ট গুটেনবার্গ) মোটামুটি হীরার খনি! প্রোজেক্ট গুটেনবার্গ হচ্ছে পৃথিবীর প্রথম ই-বুক নির্মাতা। প্রোজেক্টের যাত্রা শুরু হয় ১৯৭১ সলে মাইকেল এস হার্ট  নামে একজন ব্যক্তির প্রচেষ্টায়। তিনিই প্রথম ডিজিটাল বইয়ের প্রয়োজনীয়তা উপলব্ধী করেন এবং সারা বিশ্বের কপিরাইট মুক্ত বইগুলো ডিজিটালাইজেশন শুরু করেন। বইগুলো মুক্ত ফরম্যাটে এমনভাবে রুপান্তরিত করা হয় যাতে বিশ্বের সকল কম্পিউটারে তা পড়া যায়। এছাড়াও বইগুলো প্ল্যাম, অরগানাইজার ও স্মার্টফোন এমনকি জাভা এনাবল মোবাইলের জন্য বিশেষভাবে তৈরী ফরম্যাটেও পাওয়া যায়।

১৯৭১ সালে মাইকেল এস হার্ট যখন যুক্তরাষ্টের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়ালস রিসার্স ল্যাবে আনলিমিটেড কম্পিউটার ব্যবহারের সুযোগ পান, সে সময় যার আর্থিক মূল্য বিবেচনা করা হয় প্রায় ১০০০০০ ডলারেরও বেশী। তিনি এই সুযোগ কাজে লাগান জনকল্যাণমুলক কিছু করার জন্য। তখন তাঁর লক্ষ্য ছিল ২০০০ সালের মধ্যে অন্তত ১০০০০ বইয়ের ডিজিটাল ভার্সন প্রকাশ করা যা জনসাধারণ বিনামূল্য বা নামমাত্র মূল্যে পাবে। যুক্তরাষ্টের স্বাধীনতার ঘোষণা পত্র ছিল প্রোজেক্টের প্রথম ডিজিটাল বই। প্রোজেক্টের নাম রাখা হয় ১৫ শতকের বিখ্যাত প্রকাশক জোহানস গুটেনবার্গের নামানুসারে যিনি বহনযোগ্য ছাপাখানার জন্য বিখ্যাত ছিলেন।






Pietro Di Zmiceli ১৯৯৪ সাল থেকে প্রোজেক্টের অনলাইন ভার্সন চালু করেন । জুলাই ২০১০ পর্যন্ত প্রোজেক্ট গুটেনবার্গের বইয়ের সংখ্যা ৩৫০০০ এরও বেশী। সহযোগী প্রতিষ্ঠানগুলোর সংগ্রহসহ মোট বইয়ের সংখ্যা ১০০০০০ এরও বেশী। প্রতি সপ্তাহে গড়ে ৫০ টি করে নতুন বই যুক্ত হয় এই ডিজিটাল লাইব্রেরীতে। এই সংগ্রহে রয়েছে গল্প, কবিতা, উপন্যাস, নাটক, রেফারেন্স বই সহ হব ধরণের বই এমনকি রান্নার বইও। এছাড়াও কিছু অডিও বই ও গানও রয়েছে। কালের বিবর্তনে শুধু ইংরেজীই নয়, প্রোজেক্টে যুক্ত হয়েছে ফ্রেন্স, জার্মান, ফিনিস, ডাচ, পর্তুগীজ ও চাইনিজ বই। বাংলা সাহিত্যের মধ্যে রবীন্দ্রনাথ ঠাঁকুরের একটি বই আছে ইংরেজী অনুবাদে।

সারা বিশ্বের ১০০০০ এরও বেশী সেচ্ছাসেবকের অবদানে গড়ে উঠেছে এই বিশাল সংগ্রহ। বিশ্বের যেকেউ অবদান রাখতে পারেন এখানে বই স্ক্যানিং, প্রুফ রিডিং ও সিডি-ডিভিডি বিতরণের মাধ্যমে। যেহেতু প্রোজেক্ট গুটেনবার্গ বইগুলো বিনামূল্যে বিতরণ করে তাই এই সংগ্রহের পুরোটাই কপিরাইট মুক্ত। অধিকাংশ বই-ই ১৯২৩ সালের আগে প্রকাশিত।

বইগুলো ডাউনলোড করা যাবে http://www.gutenberg.org , http://www.manybooks.net এবং মোবাইলের জন্য http://mnybks.net/index.wml ঠিকানা থেকে। আপনি চাইলে তারা বইয়ের সিডি বা ডিভিডি আপনাকে বিনামূল্যেও পাঠাবে। এজন্য আপনাকে আনুরোধ করতে হবে Click This Link ঠিকানায় গিয়ে, তবে এক্ষেত্রে সময় লাগবে ৬ মাসেরও বেশী /:)। সিডিটিতে রয়েছে ৬০০টি বই আর ডিভিডিতে ২৫০০০+..... বই।

বি. দ্র.: এখানে আপনাদের প্রতি একটা অনুরোধ, যেসব সিডি জনকল্যাণের জন্য দেয়া হচ্ছে সেগুলো অযথা অপ্রয়োজনীয় সংখ্যক চাইবেন না। সম্ভব হলে বন্ধুর কাছ থেকে সংগ্রহ করুন বা ডাউনলোড করুন। তাদের সীমাবদ্ধতা আছে, চাইলেই দেয় বলে অকারণে চাওয়া উচিত না। আপনি একটা সিডি যদি না নেন সেটিই হয়ত এমন একজন পাবে যার পক্ষে যোগাড় করা হয়ত অসম্ভব। 
আমার কাছ থেকে নিতে চাইলে আমার  e-mail address: ad.suprio@gmail.com  মেইল করুন

বুধবার, ২০ অক্টোবর, ২০১০

ক্লাস করুন সেরা ভার্সিটির সেরা লেকচারারদের


এবার ক্লাস করুন সেরা ভার্সিটির সেরা লেকচারারদের।




ভিডিও ক্লাস সাথে আছে লেকচারসিট ও অন্যন্যা শিক্ষা উপাদান। টেকনোলজি ব্যবহার সহজ ও কার্যকর শিক্ষা পদ্দতি চালুর জন্য এবং শিক্ষাকে দেশ, জাতি, গোেএর বাধা মুক্ত করার প্রয়াসেই এই সাইটি চালু হয়েছে। বিশ্বসেরা লেকচারারদের ক্লাসে সাথে সাথে থাকছে রেটিং। এই সাইটের আর একটি বৈশিষ্ট্য আছে আর তা হল প্রত্যেকটা কোর্সই পরিপূর্ণ অর্থ পুরো কোর্সটিই আপনি একসাথে করতে পারবেন।

সাইটির নাম :
http://academicearth.org

পছন্দ করুন আপনার সাবজেক্ট বা কোর্সটি ইউনিভারসিটি এমনকি লেকচারার অনুযায়ী। প্রায় ৫০০ মত ভিডিও লেকচার পাবেন এখানে। আর ইউনিভারসিটি দেখুন নাম গুলো একবার: MIT, Stanford, Berkeley, Harvard, Princeton, and Yale. 

সাইটি প্রতিষ্ঠাতা রিচার্ড লুডলো (Richard Ludlow) এবং এটি ২৪ মার্চ ২০০৯ সালে তার যাএা শুরু করেছে।

ঘুরে আসুন সাইটি থেকে। সাইটির FAQ এবং Term of Use পড়ে নিতে ভুলবেন না।

একই রকম লেখা পড়তে পারেন।এখানে ক্লিক করুন

তথ্যসূএ: Academic Earth, Wikipedia.

গুগল 'কোড ইউনিভার্সিটি'..........................!!!

গুগল তাদের নিজেদের ইন্জিনিয়ারদের ট্রেনিং এর জন্য থাকা ভিডিও, মাল্টিমিডিয়া কোর্স ম্যটেরিয়াল, রিসোর্স ও সাপোর্ট ম্যটেরিয়াল ( ওয়েব প্রোগ্রামিং, লিনাক্স, ডাটাবেস, এ্যান্ড্রয়েড, সি++, জাভা, পাইথন, গো, গুগল এপিআই টুলস ইত্যাদি) সম্পর্কিত ইউনিভার্সিটি লেভেল কোর্স ও স্টাডি ম্যাটেরিয়াল পাবলিক ডোমেইনে দিয়ে দিয়েছে - গুগল কোড ইউনিভার্সিটি নামে। এছাড়াও এতে আছে বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ের কন্ট্রিবিউট করা লেকচার ও স্টাডি ম্যটেরিয়াল।

সেই সাথে আছে ডিসকাশন ফোরাম (যেখানে গুগলের এমপ্লোয়িরাও অংশগ্রহন করবে)

দেরি না করে যারা এই সব প্রফেশনে আছেন, বা রিলেটেড কোনো বিষয়ে পড়ালেখা করছেন তারা এগুলো নিয়ে নেমে পড়ুন ;)

হোম লিন্ক: গুগল কোড ইউনিভার্সিটি

কোর্স পেজ: গুগল কোর্সেস

ফোরাম: ডিসকাশন ফোরাম

কারিকুলাম সার্চ: এখানে বিভিন্ন গুগলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাইটে কোনো টপিক বা কারিকুলাম (সিলেবাস বা রিসোর্স) নিয়ে সার্চ করতে পারবেন।

গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার !!!

 

সপ্তাহান্তে শুক্র-শনিবার ৩০ টাকায় ১জিবি পর্যন্ত ব্রাউজিংয়ের অফার দিয়েছে ওয়ারিদ। যারা গ্রামীণফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের (একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার করতে  নিচের নিয়ম অনুসরন করুন।
নিয়ম :

গ্রামীনফোন মোডেমের সাথে সংযুক্ত ডিফল্ট Software হতে
Tools > Options > Profile Management
Select করুন ।

By Default Profile Name : GP-INTERNET Select করা আছে।

এখন অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার করতে নতুন Profile Create করতে ডান পাশের প্যানেল হতে New Select করুন ।

একটেলের জন্য Profile Name : AKTEL-INTERNET type করুন। APN Static Select করে internet লিখুন।
Access Number : *99***1# লিখুন।
OK করে মেনু হতে বাহির হন।

এখন মোডেমে একটেল সিম দিয়ে গ্রামীনফোন মোডেমের সাথে সংযুক্ত ডিফল্ট Software এর প্রথম Form (Connection) হতে Profile Name :
AKTEL-INTERNET Select করে Connect Click করুন ।

একই ভাবে ওয়ারিরেদ জন্য Profile Name : WARID-INTERNET type করুন। APN Static Select করে internet লিখুন।
Access Number : *99***1# লিখুন।
OK করে মেনু হতে বাহির হন।

এখন মোডেমে ওয়ারিদ সিম দিয়ে গ্রামীনফোন মোডেমের সাথে সংযুক্ত ডিফল্ট Software এর প্রথম Form (Connection) হতে Profile Name :
WARID-INTERNET Select করে Connect Click করুন ।

বাংলালিংকের জন্য Profile Name : Banglalink-WEB type করুন। APN Static Select করে blweb লিখুন।
Access Number : *99***1# লিখুন।
OK করে মেনু হতে বাহির হন।

এখন মোডেমে বাংলালিংকের সিম দিয়ে গ্রামীনফোন মোডেমের সাথে সংযুক্ত ডিফল্ট Software এর প্রথম Form (Connection) হতে Profile Name :
Banglalink-WEB Select করে Connect Click করুন ।


টেলিটেকর জন্য
Service Type - No Use No Pay
APN wap
IP 192.168.145.101
Port (optional) 9201

Service - Monthly/Daily Unlimited
APN gprsunl
IP 192.168.145.101
Port (optional) 9201

Share this page

বিশ্বকাপ ২০১০ এর প্রতিদিনের ম্যাচ রিভিউ

বিশ্বকাপ ২০১০ এর ম্যাচ রিভিউ................>>>
Share



প্রতিদিনের বিশ্বকাপের ম্যাচ রিভিউ:: আর্জেন্টিনা - নাইজেরিয়া

বিশ্বকাপের ম্যাচ রিভিউ:ম্যাচ-৫(ইংল্যান্ড- যুক্তরাস্ট্র)

বিশ্বকাপের ম্যাচ রিভিউ:ম্যাচ ৬ (আলজেরিয়া -স্লোভেনিয়া)

বিশ্বকাপের ম্যাচ রিভিউ:ম্যাচ ৭(ঘানা -সার্বিয়া)

বিশ্বকাপের ম্যাচ রিভিউ:ম্যাচ৮ (জার্মানি - অস্ট্রেলিয়া)

বিশ্বকাপের ম্যাচ রিভিউ:: ম্যাচ ৯(নেদারল্যান্ড - ডেনমার্ক)

বিশ্বকাপের ম্যাচ রিভিউ: ম্যাচ ১১(ইতালি- প্যারাগুয়ে)

বিশ্বকাপের ম্যাচ রিভিউঃ ম্যাচ ১২(নিউজিল্যান্ড-স্লোভাকিয়া)

বিশ্বকাপের ম্যাচ রিভিউঃ ম্যাচ ১৪(ব্রাজিল-উ.কোরিয়া)

বিশ্বকাপের ম্যাচ রিভিউ: ম্যাচ ২২(স্নোভানিয়া-যুক্তরাষ্ট্র)

বিশ্বকাপের ম্যাচ রিভিউ: ম্যাচ ২৯(ব্রাজিল-আইভরিকোস্ট)

বিশ্বকাপের ম্যাচ রিভিউ: ম্যাচ ৪৫(পর্তুগাল-ব্রাজিল)

বিশ্বকাপের ম্যাচ রিভিউ: ম্যাচ ৫২(মেক্সিকো-আর্জেন্টিনা)

বিশ্বকাপের ম্যাচ রিভিউ: ম্যাচ ৫৭(নেদাররল্যান্ড-ব্রাজিল)কোয়ার্টার-ফাইনাল

বিশ্বকাপের ম্যাচ রিভিউ: ম্যাচ ৫৯(জার্মানিঃ আর্জেন্টিনা)কোয়ার্টার-ফাইনাল

বিশ্বকাপের ম্যাচ রিভিউ: ম্যাচ ৬১(উরুগুয়েঃ হল্যান্ড) সেমিফাইনাল

বিশ্বকাপের ম্যাচ রিভিউ:তৃতীয় স্থান নির্ধারনী(উরুগুয়েঃজার্মানি )

বিশ্বকাপের ম্যাচ রিভিউ: ফাইনাল(হল্যান্ড:স্পেন)

bux.to
http://www.buxism.com/banner.php?id=srnbuxism

Click here to register at AlertPay n Get Online Payment

Register n Earn $$$

microworkers.com